বর্তমান সময়ে অপরিচিত নাম্বার কার সেটা জানার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ট্রুকলার । এই অ্যাপে যেমন যে কাউকে খুঁজে বের করার সুবিধা রয়েছে তেমনি নিজের ব্যক্তিগত তথ্য আরেকজন জেনে ফেলতে পারে। ফলে নিজের বিড়ম্বনায় পড়তে হয়। তাই ট্রুকলার থেকে ব্যক্তিগত তথ্য আপনি দিলেট করে দিতে পারেন। মূলত ট্রুকলার রেজিস্ট্রেশন করলেই আপনার নাম, নাম্বার চলে যায় তাদের সার্ভারে। আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ না করা পর্যন্ত আপনার ব্যক্তিগত কিছু তথ্য তাদের ডেটাবেসে থেকে যায়।