Skip to main content

কিভাবে ট্রুকলার থেকে আপনার ব্যক্তিগত তথ্য মুছবেন


বর্তমান সময়ে অপরিচিত নাম্বার কার সেটা জানার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। এই অ্যাপে যেমন যে কাউকে খুঁজে বের করার সুবিধা রয়েছে তেমনি নিজের ব্যক্তিগত তথ্য আরেকজন জেনে ফেলতে পারে। ফলে নিজের বিড়ম্বনায় পড়তে হয়। তাই ট্রুকলার থেকে ব্যক্তিগত তথ্য আপনি দিলেট করে দিতে পারেন।

মূলত ট্রুকলার রেজিস্ট্রেশন করলেই আপনার নাম, নাম্বার চলে যায় তাদের সার্ভারে। আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ না করা পর্যন্ত আপনার ব্যক্তিগত কিছু তথ্য তাদের ডেটাবেসে থেকে যায়।

ট্রুকলার অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভ করবেন যেভাবে-

অ্যানড্রয়েড ইউজাররা প্রথমে ট্রুকলার অ্যাপটি খুলুন। এরপর ওপরের বাম কোণে বা ডান কোণের থ্রি লাইন বা থ্রি ডট আইকনে ক্লিক করুন এবং সেটিংসে যান। এরপর প্রাইভেসি সেন্টার অপশনে ক্লিক করলেই আপনি ডি-অ্যাকটিভ অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ডি-অ্যাকটিভ হয়ে যাবে।
আইফোন ব্যবহারকারীরাও একইভাবে ট্রুকলার অ্যাপটি খুলুন। এরপর ওপরের ডানদিকে গিয়ার আইকনে আলতো ক্লিক করুন। তারপরে অ্যাবাউট ট্রুকলার অপশনে ক্লিক করুন। একটু নিচের দিকে স্ক্রল করলেই অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভ অপশনটি পেয়ে যাবেন।

ট্রুকলার অ্যাপ থেকে নিজের নাম ও নাম্বার ডিলিট করবেন যেভাবে-

  • প্রথমে ট্রুকলার এর আনলিস্ট ওয়েব পেজে যান।
  • এরপর দেশের কোড সহ সেখানে আপনার ফোন নম্বরটি টাইপ করুন। (যেমন +৮৮০১০০০০০০)
  • নম্বরটি টাইপ করা হয়ে গেলে সেটিকে আনলিস্ট করতে কারণ হিসেবে কোনো একটি বিকল্প নির্বাচন করুন।
  • এবার সেখানে ক্যাপচা এন্টার করুন এবং আনলিস্ট অপশনে ক্লিক করুন।

তবে আপনার পরিচিত কেউ যদি ওই নাম্বারে নাম বা অন্যান্য ডিটেইলস সেভ করে রাখে, সে ক্ষেত্রে অনেক সময় নাম্বারটি সার্চ করলে ওই নাম বা ডিটেইলস প্রদর্শিত হবে।

Comments

Popular posts from this blog

What Is SMS Bomber ? | BOMBERBABA

 What Is SMS Bomber? Cellular phones use a Short Message Service, or SMS, to send text messages. Although most of us are used to sending one unique message at a time, there are a variety of services available that can dramatically increase the speed and frequency of your texting. An SMS bomber is a software program that duplicates the same message multiple times and sends all the messages to a designated recipient. You download the software online and send the SMS bombs using your phone's text-messaging functionality.

What is VoIP Texting ?

    What Is VoIP Texting And How Does It Work? VoIP technology isn't just for phone calls. Learn how your business can start text marketing through its dedicated VoIP lines. So you’ve heard of VoIP numbers and you probably associate them with voice calls. A lot of people don’t realize that VoIP numbers have another important ability—texting. Just as VoIP enables you to place calls using the internet, it’s just as capable of doing the same thing for text messages. Connect with anyone from a number with your area code.

SMS Bomber Application (Android)

  𝕊𝕄𝕊 𝔹𝕠𝕞𝕓𝕖𝕣 SMS Bomber is an application by using it you can send unlimited messages with a special number. The messages will be automatically sent to the targeted phone number. You can see the interface of such kind of app. You can't send your desired messages with this kind of app. If you want to send SMS anonymously then you need to know about special websites. I don't want to give this kind of website in the wrong hands. So be careful before sharing this kind of topic with others. What is SMS Bomber and is it safe to use it? The SMS bomber is a kind of software allowing you to send SMS to a specific person(s) at a higher frequency than normal. The content can be repeated or non-repeated, but the purpose could be, either malicious or non-malicious purpose - the previous one is quite obviously not safe and not allowed by-law, while the latter one can be. The non-malicious purposes could be, for example, express your feeling or pay court to a girl. If you talk about